টেকনাফসারাদেশ

টেকনাফে রাখাইনদের প্রবারনা উৎসব সম্পন্ন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম:টেকনাফে রাখাইন সম্প্রদায়ের ৩মাস বর্ষাবাস শেষে ৩দিনব্যাপী প্রার্থনা,ফানুস উড়ানো ও নদীতে আলোর তরী ভাসানোর মধ্যদিয়ে প্রবারনা উৎসব সম্পন্ন হয়েছে।
জানা যায়-গত ১৭অক্টোবর উপজেলার হোয়াইক্যং চাকমা পল­ীতে প্রবারনা পূর্ণিমা উপলক্ষ্যে হরেক রকম ফানুস উড়ানো হয়। খারাংখালী রাখাইন পল­ীতে আকাশে ফানুস উড়ানো হয়। রাত সাড়ে ৮টারদিকে হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন পল­ীতে রং-বেরংয়ের ফানুস উড়ানোর পাশাপাশি মন্দিরের ভাস্কর্যের আদলে তৈরী ভেলা বা নৌকা আলোক সজ্জিত করে আনুষ্ঠানিকভাবে নাফনদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে জানতে চাইলে কয়েকজন বৌদ্ধ জানান তৎকালীন বৌদ্ধ রাজা শুদ্ধুধনের পুত্র সিদ্বার্থ বর্ষাবাসের উদ্দেশ্যে রাজ প্রসাদ ত্যাগ করে আনুমা নদীর তীরে অবস্থান নেয়। সেখানে দাড়ি-গোঁপ কেটে আকাশের দিকে ছুঁেড় দিলে দেবতারা তা নিয়ে স্বর্গে একটি জাদি তৈরী করেন। দুনিয়ার বৌদ্ধরা এই ৩মাস বর্ষাবাস শেষে বিভিন্ন প্রকারের ফানুস ও ভেলা উক্ত স্বর্গীয় জাদিতে দানের উদ্দেশ্যে আকাশে উড়িয়ে দেন। রাখাইন স¤প্রদায়ের এই প্রবারনা উৎসব নির্বিঘœ ও শান্তিপূর্ণ করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন। #####

Comment here