টেকনাফরোহিঙ্গা সমাচার

টেকনাফে রাস্তার পার্শ্বে অবস্থান : আড়াইশ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে

জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন:teknaf-leda-pic
টেকনালের লেদা অনিবন্ধিত ক্যাম্পের আশপাশে গত চার-পাঁচ দিনে আগত রোহিঙ্গারা পলিথিন মুড়িয়ে থাকার ঘর তৈরী করে অবস্থান করছিলেন। সেই ঘরে ছিল প্রায় আড়াইশ পরিবার। এসব ঘর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বিজিবি’র সহায়তায় উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া পরিবার গুলোকে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে থাকতে বলা হয়। বিজিবি লেদা বিওপি’র কম্পানি কমান্ডার নায়েক সুবেদার আখতার হোসেন জানান, উর্দ্ধতন কতৃপক্ষের নিদের্শে লেদা ক্যাম্পের সামনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গান অবস্থানকারী কয়েক শত পলিথিন দিয়ে তৈরী ঘর সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, রাস্তার পাশ্বে অবস্থান নেওয়ার কারনে সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনা রোধ কল্পে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লেদা ক্যাম্পের চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া জানান, উচ্ছেদ হওয়া এসব রোহিঙ্গা পরিবার কিছু ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বাকীরা গ্রামে ছড়িয়ে পড়েছে।

 

Comment here