কক্সবাজারটেকনাফসারাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ন।
সুত্র জানায়, শনিবার (২৯জানুয়ারী) দুপুর পৌনে ১টারদিকে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৭ (জাদিমুড়া) পরিদর্শনে আসেন।
তিনি উক্ত ক্যাম্পের সি/৯ ব্লকে এনজিও সংস্থা খ্রিষ্টান এইড কর্তৃক নির্মিত একটি পুকুরের চার পার্শ্বের ব্রীক সলিং রাস্তা ও পুকুরের গাইড ওয়াল নির্মান কাজ পরিদর্শন করেন৷ এসময় ক্যাম্প-২৭ ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসিদ্বয়, নয়পাড়া ও জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন, খ্রিষ্টান এইড সংস্থার সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷ এসময় তার কাছে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি গুরুত্বের সাথে কথা শ্রবণ করেন।
সংশ্লিষ্টদের সাথে কৌশল বিনিময় শেষে তিনি দুপুর দেড়টারদিকে ক্যাম্প ত্যাগ করেন।

Comment here