খেলাধুলাটেকনাফ

টেকনাফে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি জালিয়াপাড়া একাদশের ঘরে

হুমায়ূন রশিদ : টেকনাফে অনুষ্ঠিত মাসব্যাপী আন্ত: উপজেলা শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইবেকারে উপজেলা নবজাগরণকে হারিয়ে জালিয়াপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে।
জানা যায়,গত ২মার্চ বিকালে হ্নীলাস্থ লেদায় লাল মিয়া স্মৃতি মিনি স্টেডিয়ামে ২য় বারের মতো অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা টেকনাফ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশ ও জালিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যে সাবেক ফিফা রেফারী আব্দুল হান্নান মিরনের লম্বা বাঁশির মাধ্যমে শুরু হয়। খেলার প্রথমার্ধ্বে উভয় দলই চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত খেলা মধ্যবিরতিতে গড়ায়। মধ্যরিবতি শেষে ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। চমৎকার প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণে পুরো গ্যালারী উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও চৌকষ গোলরক্ষকদের দৃঢ়তায় কোন দলই গোলের দেখা না পেলে প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশ ৬-৫ ব্যবধানে উপজেলা নবজাগরণ একাদশকে হারিয়ে লেদা শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আমেরিকা প্রবাসী ও সমাজসেবক কামাল আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্মআহবায়ক ও লেদা স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল আমিন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি ফরহাদুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক তোয়াক্কুল হোসেন, অর্থ সম্পাদক মোসতাক আহমদ, নির্বাহী সদস্য মাহবুব মোরশেদ, মুজিবুর রহমান খোকন, জসিম উদ্দিন টিপু, উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফজলুল কবির, দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক ছাবের খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী সচেতনমহল উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর খেলায় টূর্ণামেন্ট চ্যাম্পিয়ন জালিয়াপাড়া ফুটবল একাদশকে ট্রফিসহ নগদ ১লক্ষ ৭০হাজার ও রানার্সআপ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশকে ট্রফিসহ নগদ ৭০হাজার টাকা দলপতি এবং টিম ম্যানেজারদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় রঙ্গিখালী ফুটবল একাদশের শেখ আহমদ, সর্বোচ্চ গোলদাতা উপজেলা নব জাগরণের বাতু, ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে জালিয়াপাড়া ফুটবল একাদশের কায়সার ও সেরা গোলরক্ষক হিসেবে জালিয়াপাড়া ফুটবল একাদশের রবিউল আলমসহ প্রত্যেককে ক্রেস্টসহ ২০হাজার নগদ টাকা প্রদান করা হয়। খেলায় প্রধান রেফারী ছিলেন সাবেক ফিফা রেফারী আব্দুল হান্নান মিরন, সহকারী রেফারী হিসেবে ফরহাদ হোসেন ও হেলাল উদ্দিন টিপু এবং ৪র্থ রেফারী ছিলেন মোস্তাক আহমদ সাকি। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী ১২টি দলের অংশ গ্রহণে আন্ত: উপজেলা টেকনাফের জমজমাট ফুটবল টুর্ণামেন্ট শেখ কামাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের আসর শুরু হয়েছিল।

Comment here