টেকনাফসারাদেশ

টেকনাফে শেডের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ জাহাঙ্গীল আলম, টেকনাফ :
টেকনাফে এনজিও সংস্থা শেডের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের সমাপনী পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,৩০ জুলাই দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের সমাপনী পরিকল্পনা উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক। উপজেলা প্রকল্প ম্যানেজার ছেনুয়ারা বেগমের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন,শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমরা। বিশ^খাদ্য কর্মসূচীর আওতায় এনজিও সংস্থা শেডের বাস্তবায়নে এতে আরো বক্তব্য রাখেন,উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,উপজেলা লাইভস্টক অফিসার ডাঃ সুজন কানুনগো। এতে জনপ্রতিনিধি,সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে গত ২০১৪ইং জুলাই হতে ২০১৭ইং জুন পর্যন্ত খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত মহিলা দল গঠন ও নারীর ক্ষমতায়ন,মাসিক জীবিকা সহায়তা প্রদান, এককালীন অনুদান প্রদান,আচরণগত পরিবর্তনের জন্য যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মোঃ রাসেল। এই কর্মশালায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ এবং প্রকল্প সমাপ্ত হওয়ার পরও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান সমুহ উপকারভোগীদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

Comment here