টেকনাফরাজনীতিশিক্ষা ও ধর্ম

টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোধনী অনুষ্ঠানে এমপি বদি : শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার


টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার -৪ আসনের এমপি আবদুর রহমান বদি বলেছেন, “শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকায় শুধু টেকনাফ নয় গোটা দেশের সামগ্রিক শিক্ষার উন্নয়ন ঘটেছে। শুধু টেকনাফে ৩৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থলে এখন ৬৪ টি হয়েছে। এখানে গড়ে উঠেছে উচ্চ বিদ্যালয় ও মাদ্রসা। তাই আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।”
টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ডে চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো: ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: রবিউল হাসান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: এমদাদ উল্লাহ চৌধুরী, জেলা যুবলীগ নেতা আবুল কালাম, মাষ্টার জাহেদ হোসেন, মাষ্টার মমতাজুল ইসলাম। টেকনাফ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুরের পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলার নাজমা আলম, যুবনেতা মনজুরুল করিম সোহাগ স্বেচ্ছাসেবকলীগ নেতা সরওয়ার আলম ও এমপি পুত্র শাওন আরমান।
গভা শেষে ২০ জন অবসর প্রাপ্ত শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসংগত ৩০ শতক জমি দান করে আপন চাচা পৌর মেয়র ও মেয়র পতœীর নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এমপি আব্দুর রহমান বদি।

Comment here