টেকনাফসারাদেশ

টেকনাফে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ মডেল থানায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সকল সম্প্রদায়ের লোকজনকে স্ব স্ব অবস্থান হতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
জানা যায়, ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টায় টেকনাফ মডেল থানা হল মিলনায়তনে সাম্প্রদায়িক সুরক্ষা বিষয়ক এক সমাবেশ নবাগত অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপারেশন অফিসার শফিউল আজমের পরিচালনায় এতে টেকনাফে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আলহাজ¦ নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শিপু ভট্টাচার্য্য, হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি হারুন অর রশিদ সিকদার ও মাষ্টার বিমল বড়–য়া প্রমুখ। উক্ত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সমাবেশে উপজেলার হোয়াইক্যং চাকমা পল্লী, বড়–য়া পল্লী, রইক্ষ্যং, খারাংখালী রাখাইন পল্লী, হ্নীলা পুরান বাজার হিন্দু পল্লী, নাটমোরা পাড়া জেলে সম্প্রদায় এবং টেকনাফ সদর, পৌর এলাকার রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত প্রতিবেশী দেশ মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘাতের পরও এইপারের মানুষ মানবতার খাতিরে সবকিছু উর্ধ্বে উঠে সাম্প্রদায়িত সহাবস্থান নিশ্চিত করায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। গ্রাম্য রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপ-প্রচারে কান না দিয়ে সজাগ হয়ে আগামী দিন সমুহেও আরো দায়িত্বশীল হয়ে সাম্প্রদায়িক বন্ধন অটুট রাখার আহবান জানানো হয়। উপজেলার কোথাও সাম্প্রদায়িক উস্কানিমুলক এবং ধর্মানুভূতিতে আঘাত হানা সংক্রান্ত পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরাম এবং থানা পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানানো হয়।

Comment here