টেকনাফ

টেকনাফে ২৭ লাখ পিস ইয়াবা ধ্বংস

teknaf-pic-bgb
টেকনাফ ভিশন ডেস্ক :
টেকনাফে প্রায় ২৭ লাখ পিস ইয়াবাসহ ধ্বংস করেছে বিজিবি। ১৭ অক্টোবর সোমবার সকালে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদক ধ্বংসকরন অনুষ্ঠানে এসব ইয়াবা ধ্বংস করা হয়। বিজিবি ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আবুজার আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তানভীর আলম খান । বিজিবি ২ ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলম, টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টেকনাফ ইনচার্জ তপন কান্তি শর্মা, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী। সভায় সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে টেকনাফ সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে সকলের ঐকান্তিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ২৬ লাখ ৮৯ হাজার ৩৭০ পিস ইয়াবা, ২২ হাজার ৩১৪ ক্যান বিয়ার, ৩ হাজার ৮৮৫ বোতল মদ, ১ হাজার ৮২৯ লিটার মদ, ১৭৮ বোতল ফেন্সিডিল , ১১৭ কেজি গাঁজা, ৫২ হাজার ৮৯২ প্যাকেট মিয়ানমারের সিগারেটসহ মাদক ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় ৮২ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৮’শ টাকা।
বিজিবি ২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২১ এপ্রিল হতে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে ৫৪ কি.মি. দায়িত্বপূর্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করে।
মাদক ধ্বংসকরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন. টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার, টেকনাফ শুল্ক গোদামের সহকারী রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, নুরুল করিম রাসেল, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মনির, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ, সাংবাদিক সাইফুল ইসলাম সাঈফী, আব্দুর রহমান, আবুল আলী, আব্দুস সালাম, জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ, ফরহাদ আমিন, সাইফুদ্দিন মোঃ মামুন, এম আমান উল্লাহ, রাসেদ মাহমুদ, মোঃ রানা প্রমুখ।

Comment here