টেকনাফপবিবেশ

টেকনাফে ৩৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

টেকনাফে ৩৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

টেকনাফ প্রতিনিধি :

চলতি নতূন অর্থ বছরে কৃষি উপকরণ
টেকনাফে রবি মৌসুমে গম.সরিষা ও ভুট্টা ফষলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনার আওতায় নির্বাচিত কৃষক কৃষণীদের মাঝে” বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করণ সভা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে (১৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায়
টেকনাফ উপজেলা( ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
প্রধান অতিথি বলেন, ” কৃষক হচ্ছে উৎপাদনের চালিকাশক্তি। অনাবাদি না রেখে কৃষি জমিকে উৎপাদনের আওতায় আনার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। ”
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম শাহ জাহান এর সঞ্চালনায় উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নাজিমুদ্দিনের কোরআান তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন.উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে টেকনাফ পৌরসভা ও ৬ টি ইউনিয়নের
৩৩০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Comment here