টেকনাফ

টেকনাফে ৪ মাসে ভ্রাম্যমান আদালতে ৪শ মামলায় ৭শ ২৬জন দালাল ও মাদকসেবীর সাজা

হুমায়ূন রশিদ,টেকনাফ : টেকনাফ উপজেলা প্রশাসন গত ৪ মাসে উপজেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০১টি মামলার বিপরীতে ৭শ ২৬জন দালাল,মাদকসেবী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া অর্থদন্ড ও যানবাহনের জরিমানাসহ ৪লক্ষ ৫৬হাজার ৯শ টাকা আদায় করেছেন।
জানা যায়,টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার জাহিদ হোছন ছিদ্দিক চলতি বছরের গত ১৫ আগষ্ট হতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,১৮৬০ সনের দন্ডবিধি ও ১৯৮৩ সনের মোটরযান আইন অনুসারে রোহিঙ্গা পারাপারের, দালাল, বাসা ভাড়া ও বাণিজ্যে লিপ্ত থাকায় ১৫ আগষ্ট ১টি মামলায় ১জনকে ১মাস, ২২ আগষ্ট ১টি মামলায় ১জনকে ৬ মাস, ২৮ আগষ্ট ১টি মামলায় ১জনকে ৫হাজার টাকা জরিমানা, ২৯ আগষ্ট ২টি মামলায় ৩জনকে ৩মাস ও অপর ১জনকে ১মাস, ৩০ আগষ্ট ১টি মামলায় ১জনকে ৭দিনের, ৩১ আগষ্ট ১টি মামলায় ১জনকে ৬মাস, ১লা সেপ্টেম্বর ৪টি মামলায় ২২জনের মধ্যে ১৫দিন ও ১মাস, ৩ সেপ্টেম্বর ১টি মামলায় ৩জনকে ৬মাস, ৫ সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ২হাজার টাকা অর্থদন্ড, ৬ সেপ্টেম্বর ৩টি মামলায় ৪জনকে ৬মাস, ৭ সেপ্টেম্বর ১২টি মামলায় ৪৯জনের মধ্যে ১জনকে ২হাজার টাকা অর্থদন্ড অপরদের ৩মাস ও ৬মাস, ৯ সেপ্টেম্বর ১টি মামলায় ৫ জনকে ৩ মাস, ১০ সেপ্টেম্বর ৬টি মামলায় ৯জনের মধ্যে উভয় আইনে ৬হাজার টাকা অর্থদন্ড ও ৬মাস, ১১ সেপ্টেম্বর ৩টি মামলায় উভয় আইনে ৬জনকে ৬মাস, ১৩ সেপ্টেম্বর ২টি মামলায় ৩জনকে ৬মাস, ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সনের মোটর যানের ১টি মামলায় ১জনকে ৫শ টাকা জরিমানা, ১৫ সেপ্টেম্বর ১টি মামলায় ২জনকে ৬মাস, ১৬ সেপ্টেম্বর ৩টি মামলায় ৫জনকে ৬মাস, ১৭ সেপ্টেম্বর ২টি মামলায় উভয় আইনে ৩জনকে ৬মাস, ১৮ সেপ্টেম্বর ২টি মামলায় ৩জনকে ৬মাস, ২১ সেপ্টেম্বর ১৮৬০ ও ১৯৮৩ সনের আইনে ৫টি মামলায় ৭জনকে ৬মাস, ২২ সেপ্টেম্বর ৪টি মামলায় ৯জনকে ১ ও ৬মাস, ২৩ সেপ্টেম্বর ৪টি মামলায় ১৩জনকে ৬মাস, ২৪ সেপ্টেম্বর ৩টি মামলায় ৪ জনকে ৬মাস ও ১বছর, ২৫ সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ৬মাস, ২৬ সেপ্টেম্বর ৭টি মামলায় ১৪জনকে ১০হাজার টাকা অর্থদন্ড ও ৬মাস, ২৭ সেপ্টেম্বর ৬টি মামলায় ৬জনকে ৫হাজার টাকা অর্থদন্ড ও ৬মাস, ২৮ সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ৬মাস, ২৯ সেপ্টেম্বর ৫টি মামলায় ৮জনকে ৬মাস, ৩০ সেপ্টেম্বর ৪টি মামলায় ১১জনকে ৬মাস, ১ অক্টোবর ৪টি মামলায় ১০জনকে ৬মাস, ২ অক্টোবর ১টি মামলায় ৩ জনকে ৬মাস, ৩ অক্টোবর ৩টি মামলায় ৩জনকে ৬মাস, ৪ অক্টোবর ১০টি মামলায় ৩৯জনকে ৬ মাস, ৫ অক্টোবর ৩টি মামলায় ৮ জনকে ৬মাস, ৬ অক্টোবর ৪টি মামলায় ১১জনকে ৬মাস, ৭ অক্টোবর ৫টি মামলায় ৯ জনকে ১ ও ৬মাস এবং ১বছর, ৮ অক্টোবর ২টি মামলায় ৬জনকে ৬মাস, ৯ অক্টোবর ৪টি মামলায় ১০ জনকে ১৫দিন ও ৬মাস, ১০ অক্টোবর ৩টি মামলায় ১১জনকে ১মাস ও ৬মাস, ১১ অক্টোবর ৩টি মামলায় ৮জনকে ২ ও ৬মাস, ১২ অক্টোবর ৩টি মামলায় ১০জনকে ৩ ও ৬মাস, ১৩ অক্টোবর ২টি মামলায় ৩জনকে ২ ও ৬মাস, ১৪ অক্টোবর ৭টি মামলায় ১৯জনকে ১ ও ৬মাস, ১৬ অক্টোবর ৫টি মামলায় ৮জনকে ৩ ও ৬মাস, ১৭ অক্টোবর ৪টি মামলায় ৯জনকে ১৫দিন ও ৬মাস, ১৮ অক্টোবর ৩টি মামলায় ৮জনকে ৩ ও ৬মাস, ১৯ অক্টোবর ৫টি মামলায় ৯জনকে ২হাজার টাকা অর্থদন্ড, ২ ও ৬মাস, ২১ অক্টোবর ৩টি মামলায় ৬জনকে ১ ও ৬মাস, ২২ অক্টোবর ১টি মামলায় ৩জনকে ৬মাস, ২৪ অক্টোবর ৩টি মামলায় ৩জনকে ২ ও ৬মাস, ২৫ অক্টোবর ৫টি মামলায় ১২জনকে ৬মাস, ২৬ অক্টোবর ১টি মামলায় ৮জনকে ৬মাস ও ১বছর, ২৭ অক্টোবর ১টি মামলায় ৪জনকে ৬মাস, ২৯ অক্টোবর ১টি ১জনকে ৭দিন, ৩০ অক্টোবর ২টি মামলায় ৩জনকে ৬মাস ও ১বছর, ১লা নভেম্বর ৫টি মামলায় ৫জনকে ৬৫হাজার টাকা অর্থদন্ড ও ৬মাস, ২ নভেম্বর ৩টি মামলায় ৯জনকে ১মাস ও ৬মাস, ৩ নভেম্বর ৩টি মামলায় ৬জনকে ৬ মাস, ৪ নভেম্বর ৩টি মামলায় ৩জনকে ৬মাস, ৫ নভেম্বর ২টি মামলায় ৩জনকে ৩ ও ৬মাস, ৬ নভেম্বর ৪টি মামলায় ৭জনকে ৬মাস, ৭ নভেম্বর ১১টি মামলায় ১৪জনকে ১৫দিন,১মাস,৩মাস ও ৬মাস, ৮ নভেম্বর ৪টি মামলায় ৮জনকে ৬মাস, ৯ নভেম্বর ২টি মামলায় ৫জনকে ৬মাস, ১০ নভেম্বর ১টি মামলায় ৩ জনকে ৬মাস, ১১ নভেম্বর ১টি মামলায় ১জনকে ৬মাস, ১২ নভেম্বর ৫টি মামলায় ৮জনকে ৫হাজার অর্থদন্ড ও ৬মাস, ১৩ নভেম্বর ১টি মামলায় ১জনকে ৬মাস, ১৪ নভেম্বর ২টি মামলায় ২জনকে ৪হাজার অর্থদন্ড, ১৬ নভেম্বর ২টি মামলায় ৩জনকে ৬মাস, ১৭ নভেম্বর ১টি মামলায় ১জনকে ৬মাস, ১৮ নভেম্বর ১০টি মামলায় ১০জনকে ৩১হাজার টাকা অর্থদন্ড ও ৬মাস, ১৯ নভেম্বর ২টি মামলায় ২জনকে অর্থদন্ড, ২০ নভেম্বর ৫টি মামলায় ৫জনকে ৭হাজার ৫শ অর্থদন্ড ও ৬মাস,১বছর, ২৩ নভেম্বর ১টি মামলায় ১ জনকে ১বছর, ২৪ নভেম্বর ৪টি মামলায় ৬জনকে ৩ ও ৬মাস, ২৫ নভেম্বর ১টি মামলায় ২জনকে ৬মাস, ২৬ নভেম্বর ৪টি মামলায় ৬জনকে ৬মাস, ২৭ নভেম্বর ৩টি মামলায় ৩জনকে ৭হাজার অর্থদন্ড, ২৮ নভেম্বর ২টি মামলায় ২জনকে ৬মাস, ২৯ নভেম্বর ২টি মামলায় ৩জনকে ৬মাস সাজা প্রদান করেন।
অপরদিকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই আইনে ১লা আগষ্ট ২টি মামলায় ২জনকে ১মাস, ২ আগষ্ট ১টি মামলায় ১জনকে ১মাস ১৫দিন, ১১ আগষ্ট ১টি মামলায় ১জনকে ১মাস, ১২ আগষ্ট ১টি মামলায় ১জনকে ১মাস ২০দিন, ১৬ আগষ্ট ৪টি মামলায় ৪জনকে ১৫হাজার ১শ টাকা অর্থদন্ড, ২৮ আগষ্ট ১টি মামলায় ১জনকে ৫দিন, ২৯ আগষ্ট ১টি মামলায় ৫হাজার টাকা অর্থদন্ড, ১লা সেপ্টেম্বর ২টি মামলায় ২জনকে ১মাস ও ৬মাস, ৩ সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ৩মাস, ৫সেপ্টেম্বর ৫টি মামলায় ১৩জনকে ৫দিন,২ ও ৩ মাস, ৬ সেপ্টেম্বর ২টি মামলায় ৭জনকে ৫দিন ও ৫মাস, ৭সেপ্টেম্বর ৬টি মামলায় ৬জনকে ২ ও ৩মাস, ৮ সেপ্টেম্বর ৪টি মামলায় ৬জনকে ৫শ টাকা অর্থদন্ড ও ৩মাস, ৯সেপ্টেম্বর ১টি মামলায় ২জনকে ৭দিন ও ৩মাস, ১০ সেপ্টেম্বর ১টি মামলায় ৩জনকে ৩ ও ৫মাস, ১১ সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ৩মাস, ১২সেপ্টেম্বর ২টি মামলায় ৬জনকে ২০দিন ও ৩মাস, ১৪ সেপ্টেম্বর ৪টি মামলায় ৪জনকে ৫দিন, ১মাস, ১বছর ৬মাস, ১৫ সেপ্টেম্বর ৩টি মামলায় ১৫জনকে ১৫দিন ও ২মাস, ১৯ সেপ্টেম্বর ৩টি মামলায় ৩ জনকে ২৬হাজার ৭শ টাকা অর্থদন্ড, ২০ সেপ্টেম্বর ২টি মামলায় ১০হাজার ৯শ ৫০টাকা অর্থদন্ড, ২৩ সেপ্টেম্বর ৮টি মামলায় ৮জনকে ৪হাজার ৯শ টাকা অর্থদন্ড, ২৪ সেপ্টেম্বর ৬টি মামলায় ৬জনকে ১২ হাজার ৪শ ৫০টাকা অর্থদন্ড, ২৫সেপ্টেম্বর ৩টি মামলায় ৩জনকে ২হাজার টাকা অর্থদন্ড, ২৬ সেপ্টেম্বর ৪টি মামলায় ৪জনকে ৬হাজার ৫শ টাকা অর্থদন্ড, ২৭সেপ্টেম্বর ১টি মামলায় ১জনকে ১০হাজার,২ অক্টোবর ৩টি মামলায় ৩জনকে ২শ টাকা অর্থদন্ড, ২০দিন ও ১মাস, ৩ অক্টোবর ১টি মামলায় ১জনকে ৭হাজার ৬শ টাকা অর্থদন্ড, ৭ অক্টোবর ১টি মামলায় ১জনকে ৬হাজার টাকা অর্থদন্ড, ৯ অক্টোবর ১টি মামলায় ১জনকে ১০দিন, ১১ অক্টোবর ১টি মামলায় ১জনকে ১২হাজার টাকা অর্থদন্ড, ১২ অক্টোবর ২টি মামলায় ২জনকে ১৪হাজার টাকা অর্থদন্ড, ১৩ অক্টোবর ২টি মামলায় ২জনকে ১৪হাজার টাকা অর্থদন্ড, ১৫ অক্টোবর ৩টি মামলায় ৩জনকে ৫হাজার টাকা অর্থদন্ড, ১০দিন ও ১মাস, ১৭ অক্টোবর ৯টি মামলায় ৯ জনকে ১০হাজার ১শ টাকা অর্থদন্ড, ১৮ অক্টোবর ৪টি মামলায় ৪জনকে ২ হাজার ৪শ টাকা অর্থদন্ড, ২০ অক্টোবর ১টি মামলায় ১জনকে ৫শ টাকা অর্থদন্ড, ২১ অক্টোবর ২টি মামলায় ২জনকে ১৫হাজার টাকা অর্থদন্ড, ২৩ অক্টোবর ১টি মামলায় ১জনকে ১০দিন, ২৭ অক্টোবর ২টি মামলায় ২জনকে ১ হাজার টাকা অর্থদন্ড ও ১মাস, ২৯ অক্টোবর ২টি মামলায় ২জনকে ৭দিন ও ১মাস, ২ নভেম্বর ২টি মামলায় ২জনকে ১২দিন ৬মাস, ৩ নভেম্বর ১টি মামলায় ১জনকে ২০হাজার টাকা অর্থদন্ড, ৭ নভেম্বর ২টি মামলায় ২জনকে ৭হাজার টাকা অর্থদন্ড ও ৩মাস, ১০ নভেম্বর ৯টি মামলায় ৯জনকে ১০হাজার টাকা অর্থদন্ড, ১৫দিন ও ১মাস, ১৪ নভেম্বর ৫টি মামলায় ৫জনকে ১৮হাজার টকা অর্থদন্ড, ৭দিন, ১মাস ও ৩মাস, ১৫ নভেম্বর ২টি মামলায় ২জনকে ৭দিন ও ২৫ দিন, ১৬ নভেম্বর ৩টি মামলায় ৩জনকে ৭হাজার টাকা অর্থদন্ড, ১৯ নভেম্বর ১টি মামলায় ১জনকে ৩মাস, ২০ নভেম্বর ১টি মামলায় ১জনকে ২মাস, ২১ নভেম্বর ৩টি মামলায় ৩জনকে ১হাজার টাকা অর্থদন্ড ও ২০দিন, ২৩ নভেম্বর ১টি মামলায় ১জনকে ২মাস, ২৭ নভেম্বর ১টি মামলায় ১জনকে ৭হাজার টাকা অর্থদন্ড, ২৯ নভেম্বর ৩টি মামলায় ৩জনকে ১২হাজার টাকা অর্থদন্ড, ৩ ও ৫মাস, ৩০ নভেম্বর ৪টি মামলায় ৪জনকে ১১হাজার ৭শ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের সাজা প্রদানসহ ৪০১টি মামলার বিপরীতে ৭শ ২৬জন দালাল ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে
কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বেপরোয়া ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের কারণে ৪লক্ষ ৫৬হাজার ৯শ টাকা নগদ টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান,সীমান্তে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এদিকে টেকনাফ উপজেলা প্রশাসন যাবতীয় অপরাধ দমন করে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে আসলেও মাদক চোরাকারবারীদের অপতৎপরতা বন্ধ না হওয়ায় টেকনাফের আইন-শৃংখলা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অপরদিকে নাফনদীতে জেলেদের মাছ শিকার বন্ধ হলেও মাদক চোরাকারবারীদের অপতৎপরতা বন্ধ না হওয়ায় শীঘ্রই উখিয়া-টেকনাফ মাদকসেবী ও চোরাকারবারীদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠবে। এসব অপরাধীদের দমনে কঠোর পদক্ষেপ না নেওয়ায় সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Comment here