কক্সবাজার

টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার :উখিয়ায় ইয়াবাসহ এনজিও’র অ্যাম্বুলেন্স জব্দ : আটক ২

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ৩০ জুলাই রবিবার ভোর ৪ টার সময় মিয়ানমার সীমান্ত এলাকার সাবরাং বিজিবি বিওপির ৫শ হজ দক্ষিণে নাফ নদ সীমান্ত দিয়ে বাংলাদেশে আনার সময় এ চালানটি আটক করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায় নি। উদ্ধার হওয়া ইয়াবা গুলোর বাজার মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটলিয়ন কমান্ডার লে.কর্নেণ এস এম আরিফুল হক। তিনি জানান উদ্ধার হওয়া ইয়াবা গুলো আইনী প্রক্রিয়া শেষে আনুষ্টানিক ভাবে ধবংস করা হবে।

এ ছাড়া উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা নিয়ে অ্যাম্বুলেন্সসহ ২ পাচারকারীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আর টিএম ইন্টারন্যাশনাল অ্যাম্বুলেন্স (ঢাকা ছ- ৭১-২৪৯২ ) ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া থানা রোড়ের সামনে উখিয়া থানা পুলিশের সেকেন্ড অফিসার খাজা মাঈন উদ্দিনের নেতৃত্বে এ এস আই নাজমুল ও সোহেল বেপারী অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে রোগীর সিটের পাশের বক্স থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসনের ছেলে বাদশাহ মিয়া (৩৫) ও চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মধ্যম মাদ্রাসা গ্রামের হাজী কালু মিয়ার ছেলে মাহমুদুল হক রানা (৩২) । উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান।

Comment here