টেকনাফপবিবেশ

টেকনাফ ন্যাচার পার্ক একটি অজগর অবমুক্ত

জাবেদ ইকবাল চৌধুরী:teknaf-nature-pic-23-11-2016
টেকনাফ ন্যাচার পার্ক একটি অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। ২৩ নভেম্বর বুধবার দুপুরে এটি ছেড়ে দেওয়া হয়। ২১ নভেম্বর বিকেলে উখিয়ার ঘাট তুমব্রু বাজার সংলগ্ন লোকালয় হতে এটি উদ্ধার করে। অবমুক্ত কালে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিগাভের শিক্ষক ড.মোঃফিরোজ জামান, টেকনাফ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম, মোছনী বন বিট কর্মকর্তা মোঃ মোহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র মোঃ মাহাবুব অলম প্রমুখ।
টেকনাফ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম বলেন, উদ্ধার হওয়া সাপটি ন্যাচার পার্কে অবমুক্ত করার মধ্য দিয়ে প্রাণীর প্রতি দায়িত্বশীলতার কথাটি জানিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিগাভের শিক্ষক ড.মোঃফিরোজ জামান, সাপ একটি বণ্যপ্রাণী। সাপ কে অনেকে বিষধর মনে করে হত্যা করে। তবে সব সাপ বিষধর নয়। এছাড়া সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের কেউ ক্ষতি না করলে, এরাও কারো ক্ষতি করে না। সাপ নিয়ে ব্যাপক গবেষনা দরকার বলেও মনে করেন তিনি।
উদ্ধার হওয়া অজগরটির ওজন ৭ কেজি এবং সাড়ে ৮ ফুট লম্বা এটি।

Comment here