টেকনাফ

টেকনাফ পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার, অপহরণ ,চুরি মামলার ২২ জন আসামী গ্রেফতার

টেকনাফ পুলিশের বিশেষ অভিযান:

মানবপাচার, অপহরণ ,চুরি মামলার ২২ জন আসামী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে
মানবপাচার, অপহরণ ,চুরি মামলার ২২ জন আসামীকে গ্রেফতার করেছে।
২ নভেম্বর বুধবার ভোররাত থেকে সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২ নভেম্বর) ভোররাত থেকে সকালে
টেকনাফে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে পুলিশ সদস্যের কয়েকটি টিম। এতে মানবপাচার, অপহরণ ,চুরি মামলার ২২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অভিযানকারী টিম।
গ্রেফতারকৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার আবদুর রহিমের ছেলে হায়দার আলী (৩৬), হ্নীলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাইক্ষ্যংখালী, মৌলভী বাজার আব্দুল হাকিমের ছেলে আব্দুল জলিল (২৫),
টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার রফিকুল ইসলামের ছেলে মোঃ ইউনুছ (১৯), টেকনাফ নয়াপাড়া, রেজিঃ রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আনু মিয়া প্রকাশ নাগুর ছেলে
আনোয়ারা সাদেক প্রকাশ সেলিম (২০), মৃত আমিন প্রকাশ মোহাম্মদনের ছেলে আবুল হোসেন (২১),
বি- ব্লকের আব্দুল জলিলের ছেলে নুরুল আমিন (২০), উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের
আবুল বশরের ছেলে মোঃ ছলিম (২১), জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নোয়াখালী পাড়ার হোসাইনের ছেলে মোঃ ইব্রাহীম, হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ার মৃত মোঃ ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৬), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার জহির আহম্মদের ছেলে জাফর আলম (২৮), নাইট্যংপাড়ার মৃত রহমত উল্লাহর ছেলে মোঃ জাকারিয়া (২৭),
কে কে পাড়ার বশির আহমদের স্ত্রী সানজিদা বেগম, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে লাল মিয়া (৪৮), হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালীর মৃত নুর আহমদের ছেলে জালাল উদ্দিন (৩০), হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার সামছুল আলমের ছেলে আরফাত উদ্দিন (১৯), ঝিমংখালীর আবুল বশরের ছেলে আক্তার হোসেন (৩৪), উনচিপ্রাং গ্রামের আবুল মনজুরের ছেলে মোঃ ইউসুফ (৩৩),
কুতুবদিয়া পাড়ার মৃত জাফর ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩২), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া দিল মোহাম্মদের ছেলে ধল্যা মিয়া (৩২),
রঙ্গিখালী স্কুল পাড়ার মৃত হাজী মকবুল আহমদ প্রকাশ মিঠা হাজীর দু ছেলে মোঃ সুলতান আহমেদ প্রকাশ বতাইশা (৪০) ও মোঃ আব্দুর রহমান (৩০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম বলেন,
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) “র নির্দেশায় উখিয়া সার্কেল” র অক্তিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ, বিপিএম” র সার্বিক তত্ত্বাবধানে স্বয়ং তিনি বিশেষ অভিযানে নেতৃত্বে দেন।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলেও নিশ্চিত করেন ওসি মো: আব্দুল হালিম।
—–++
জাবেদ ইকবাল চৌধুরী, ০১৭১৬৮৯০৪৪৫

Comment here