টেকনাফসারাদেশ

টেকনাফ পৌরসভার ২০১৭-১৮ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করল পৌর মেয়র

হুমায়ূন রশিদ,টেকনাফ :
টেকনাফ পৌরসভার ২০১৭-১৮ইং অর্থ বছরের বাজেট ঘোষণাকালে পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেছেন,টেকনাফ পৌরসভার ২০১৭-২০১৮ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৬কোটি ২৬লাখ ৮৯হাজার ৫শ ৪৮টাকা,উন্নয়ন খাতে ১২কোটি ৫০লক্ষ টাকা ও সার্বিক বাজেট উদ্ধৃত্ত ৫৯লক্ষ ১৬হাজার ৭শ ৪৮টাকা ধরা হয়েছে। আমি যতটুকু পারছি,ততটুকু নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে আসছি। এতেও জনসাধারণকে কতটুকু সন্তুষ্ট করতে পারছি জানিনা। পৌরবাসীর অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে কাজ করতে সরকারী,বেসরকারী,দাতা সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহায়তা কামনা করছি।
২৬জুলাই সকাল ১১টায় টেকনাফ পৌর ভবনের হলরোমে মেয়র হাজী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে বাজেট পেশ অনুষ্ঠান শুরু হয়। পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র(২)আবদুল্লাহ মনির,প্যানেল মেয়র(৩)কুহিনুর আক্তার,কাউন্সিলর হোছন আহমদ,শাহ আলম,রেজাউল করিম মানিক,নুরুল বশর নুরশাদ,মহিলা কাউন্সিলর নাজমা আলম,দিলরুবা খানম,পৌর প্রকৌশলী জহির উদ্দিন আহমদ,উচ্চমান সহকারি মোর্শেদুল ইসলামসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ইং অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিকে উত্থাপন ও পাঠ করেন হিসাব রক্ষক মোঃ সৈয়দ হোসেন। এরপর মেয়র হাজী মোঃ ইসলাম আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাজেটে উন্নয়ন খাতে হাট বাজার ইজারা ১কোটি ৩৫লক্ষ টাকা,বাসস্ট্যান্ড ইজারা ২৬লক্ষ,ফেরিঘাট ইজারা ২৩লক্ষ টাকা,মিয়ানমার যাতায়াত ঘাট ৫লক্ষ,দরপত্র সিডিউল বিক্রি ৪লক্ষ ৫০হাজার,গৃহ ও ভূমিকর ৩২লক্ষ,স্থাবর সম্পত্তি হস্থান্তর কর ৫০লক্ষ,পেশা,ব্যবসা ও কলিং বাবত ১৪লক্ষ,বোট লাইসেন্স বাবদ ১লক্ষ ৫০হাজার টাকা এবং বাজেটে ব্যয় খাতে রাস্তা নির্মাণে ৮০লক্ষ,রাস্তা মেরামত ও সংস্কারে ২০লক্ষ, হাট বাজার উন্নয়নে ৫০লক্ষ ধরা হয়েছে। এই পৌরসভায় ১৫হাজার ভোটারে ৫০হাজার জনসংখ্যা হলেও উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত মানুষসহ রোহিঙ্গাদের বিরাট একটি অংশের চাপ সহ্য করতে হচ্ছে। মাঝে-মধ্যে যানজট পৌরবাসীকে অতিষ্ঠ করে তুলছে। সকলের সুপরামর্শে বাস,ট্রাক ও দুরপাল্লার যানবাহন টার্মিনালে হস্তান্তর করে পৌর এলাকাকে যানজটমুক্ত করার চেষ্টা চলছে। সকলের সার্বিক সহায়তায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

Comment here