টেকনাফ

টেকনাফ পৌরসভায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ পৌরসভায় ইউএনপিডির সহায়তায় তিন বছর মেয়াদী টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন পৌর মেয়র মো. ইসলাম ও ইউএনডিপির কর্মকর্তাগন। এর আগে এ উপলক্ষে আলোচনা সভা পৌরসভা কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। মোর্শেদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপির কক্সবাজার কার্যালয়ের প্রধান ট্রেভর ডি ক্লার্ক, প্রকল্প উপদেষ্টা মীর আলি আসগর, স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মহিউদ্দিন ফরায়েজী। এসময় পরিচ্ছন্নতা অভিযানের কর্মীদের মাঝে সরঞ্জাম তুলে দেওয়া হয়। পরে আবর্জনা পরিস্কারের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করা হয়।
পৌর সচিব মহিউদ্দিন ফরায়েজী জানান, প্রকল্পটির মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ড হতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পচনশীল ও অপনশীল দুই ক্যাটাগরিতে ময়লা-আবর্জনা সংগ্রহ করে শোধনাগারের মাধ্যমে পচনশীল আবর্জনা থেকে সার ও অপনশীল আবর্জনাকে রপ্তানী উপযোগী করা হবে। প্রতিটি ওয়ার্ডে শোধনাগার প্ল্যান্ট তৈরী করা হবে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ৫২ জন কর্মী ও ২জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

Comment here