টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

টেকনাফ বড় মাদরাসার দু’দিন ব্যাপী ৭৬ তম বার্ষিক সভা ১৯, ২০ জানুয়ারী রবিবার ও সোমবার

মুহাম্মদ জুবাইর :
টেকনাফ আল- জামিয়া আল-ইসলামিয়া ও এতিমখানা (টেকনাফ বড় মাদ্রাসা)’র দু’দিন ব্যাপী ৭৬ তম বার্ষিক সভা ১৯, ২০ জানুয়ারী রবিবার ও সোমবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্টিত হবে।
এতে পটিয়া মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস, আল্লামা আবদুল হালিম বোখারী, চট্টগ্রাম জিরি ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম তাবীকে উম্মাত, আল্লামা শাহ মোঃ তৈয়ব, ফকিহুল মিল্লাত হযরত মুফতি সাহেব হুজুর (রাহঃ) এর ছাহেব যাদা, মুর্শিদুস্ সুন্নাহ্ আল্লামা মুফতি আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান কাসেমী, কোয়াকাটার মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, পটিয়া মাদরাসার মাওলানা ওবাইদ উল্লাহ হামজাহ, রামুর হাফেজ মাওলানা আবদুল হক,
হাটহাজারী ফতেহপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান ,পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, ঢাকার মাওলানা মেরাজুল হক, মাওলানা হেদায়ত উল্লাহ আজাদী, মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ তাকরির পেশ করবেন। এ উপলক্ষে আয়োজনের সকল প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে। রবিবার থেকে শুরু হলেও আখেরী মুনাজাত হবে সোমবার মধ্যরাতে। উক্ত মাহফিলে দল মত নির্বিশেষে সকলকে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক।

Comment here