টেকনাফ

টেকনাফ লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা ও সচেনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ূন রশিদ,টেকনাফ : টেকনাফে লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় বাংলা-জার্মান সম্প্রীতির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা ও সচেনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,১১ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলার অন্যতম নারী বিদ্যাপীঠ লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় (বি,জি,এস) এর উদ্যোগে এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএমের আর্থিক সহায়তায় স্বাস্থ্য শিক্ষা ও সচেনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষক মাওলানা নুর মোহাম্মদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আলহাজ্ব মাও মুহাম্মদ ছৈয়দ হোছাইন। এছাড়া বক্তব্য রাখেন বি,জি,এসের টেকনাফ সুপার ভাইজার (মনিটর) সাইদুর রহমান, পিজিয়েল ঘাগরা, কাউচার আক্তার, মাও বেলাল উদ্দিন। এছাড়া মাদ্রাসার শিক্ষক মুর্তাজা হাছান, মাও আবদুস শাকুর, শিক্ষিকা রোকিয়া আক্তার, মাহাফুজা পারভিন, রিনা আক্তার, শবনব মুস্তুরী। এতে মাদ্রাসার শত শত ছাত্রী উপস্থিত ছিলেন। এরপর প্রজেক্টরের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Comment here