টেকনাফশিক্ষা ও ধর্ম

টেকনাফ সরকারি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হোক

 

দেশের সর্বত্র স্নাতক (সম্মান) কোর্সে পড়ার সুযোগ থাকলেও একমাত্র সর্বদক্ষিণের উপজেলা পর্যটন ও বাণিজ্যসমৃদ্ধ সীমান্ত শহর টেকনাফে স্নাতক (সম্মান) কোর্স চালু না থাকার কারণে উচ্চতর শিক্ষা লাভ করা যায় না। কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় বর্তমানে স্নাতক (সম্মান) কোর্স পড়ার সুযোগ রয়েছে একমাত্র টেকনাফ ছাড়া। এমনকি ঈদগাহ উপজেলা না হয়েও সেখানকার ঈদগাহ ফরিদ আহমদ কলেজে স্নাতক (সম্মান) পড়ার সুযোগ রয়েছে। অবহেলিত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে উচ্চ শিক্ষার প্রসারে এখানকার টেকনাফ সরকারি কলেজটি দীর্ঘদিন থেকে অনন্য ভূমিকা পালন করছে। প্রায় হাজার খানিক ছাত্রছাত্রী অধ্যয়নরত কলেজটি টেকনাফের সর্ববৃহৎ বিদ্যাপিঠ বলে বিবেচিত। কিন্তু প্রতিষ্ঠার ২২ বছর পরেও টেকনাফ সরকারি কলেজে শিক্ষার্থীদের চাহিদা মাফিক স্নাতক (সম্মান) কোর্স চালু হয় নাই। যার কারণে পুরো টেকনাফ উপজেলার শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। স্নাতক (সম্মান) কোর্স না থাকার ফলে এখানকার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়নবিদ্যা,পদার্থবিদ্যা ইত্যাদি বিষয়ে উচ্চতর পড়াশুনা করতে পারছে না। ফলে টেকনাফ ছেড়ে সূদূর উখিয়ায় গিয়ে উচ্চতর পড়াশুনা করতে হয়। অনেকে আর্থিক সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও স্নাতক (সম্মান) কোর্সে পড়তে পারছে না। এ কারণে প্রতিবছর এখানকার শতশত শিক্ষার্থী উচ্চতর শিক্ষার অভাবে বেকার হয়ে পড়ায় বিভিন্ন জঘন্য অপরাধে জড়াচ্ছে। ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থানের কারণে টেকনাফ সরকারি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু করে পুরো টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা লাভের সুযোগ দান করা এখন সময়ের দাবি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মাহবুব নেওয়াজ
সাবরাং, টেকনাফ, কক্সবাজার।

Comment here