টেকনাফ

টেকনাফ হ্নীলা ও সাবরাং ইউনিয়নে উপ-নির্বাচন আজ

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ ও সাবরাং ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। কে হাসবে শেষ হাসি। ২৫জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। প্রতিটি কেন্দ্রে ছেয়ে গেছে পুলিশ, বিজিবি, আনছার বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ১২টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা করেছে প্রশাসন। ইতিমধ্যে ২ ইউনিয়নের ১২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম। টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের উপ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে ৩ জন ম্যাজিষ্ট্রেট, ৩ টি ভ্রাম্যমান মোবাইল টীম, ২ টি র‌্যাবের টহল টীম, ১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। হ্নীলা ইউনিয়নের কেন্দ্রগুলো হচ্ছে হ্নীলা আলী আকবর পাড়া প্রাইমারী স্কুল, নাইক্ষ্যংখালী প্রামাইমারী স্কুল, হ্নীলা বাজার পাড়া প্রাইমারি স্কুল, পানখারী প্রাইমারি স্কুল, দরগাহ সুফিয়া প্রাইমারি স্কুল, উলুচামরি প্রাইমারি স্কুল, রঙ্গিখালী প্রাইমারি স্কুল, লেদা নিম্ম মাধ্যমিক স্কুল, জাদিমুরা প্রাইমারি স্কুল। হ্নীলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৬৩ টি ও ভোটার সংখ্যা ২৫ হাজার ২০৩ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৫৫৮ জন এবং মহিলা ১২ হাজার ৬৪৫ জন। ইতিমধ্যে তিন জন হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থীরা জমজমাট প্রচারণা শেষ করেছে। এখন চলছে ভোটের হিসাব নিকাশ। সব জল্পনা কল্পনার অবসান মিলবে আজ সন্ধ্যায়।৩ জনই রাজনৈতিক পরিবারের সন্তান। পাশাপাশি ৩ জনেরই রয়েছে পারিবারিক সুখ্যাতি ও ঐতিহ্য। এদের মধ্যে ১জন সাবেক চেয়ারম্যানও রয়েছেন।এলাকার ভোটারগণ জানান, ৩ জন প্রার্থীরই বাড়ি কাছাকাছি অবস্থানে। এরা হচ্ছে এড. মীর মোঃ জাহাঙ্গীর আলমের (মোটরসাইকেল) বাড়ি ১নং ওয়ার্ডে। আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মাহমুদ আলীর (নৌকা) বাড়ি ৩নং ওয়ার্ডে। জালাল উদ্দিন চৌধুরীর (আনারস) বাড়ি ৪নং ওয়ার্ডে। অবশিষ্ট ৫টি ওয়ার্ডে কোন প্রার্থী নেই। উক্ত ৫টি ওয়ার্ডে ভোটেই কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান তা নির্ধারন হবে। অপরদিকে সাবরাংয়ের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ৩টি কেন্দ্র হচ্ছে মুন্ডার ডেইল আল হোসাইনিয়া এবতেদায়ী মাদ্রাসা, আলীর ডেইল প্রাইমারি স্কুল ও কচুবনিয়া-কাটাবনিয়া প্রাইমারি স্কুল। সাবরাং ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন-১ (ওয়ার্ড নং-১,২,৩) ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৬৬ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৬৬৭ জন এবং মহিলা ৪ হাজার ৮৯৯ জন। এতে আমিনা খাতুন (হেলিকপ্টার), শাহেনা বেগম (মাইক), ছেনুয়ারা বেগম (সূর্যমুখী ফুল) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। এই দুই ইউনিয়নের ৬ জন প্রার্থীই নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আশাবাদী।

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সাবরাং ইউনিয়নের (১, ২ ও ৩নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা মেম্বার আয়েশা বেগম ইন্তেকাল করেন। অপরদিকে চলতি বছরের ১৮ মার্চ হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার সিআইপি মৃত্যুবরণ করায় আসন ২টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় শূন্য ঘোষণা করেন ।

Comment here