টেকনাফ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত টেকনাফের ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু

টেকনাফ :
টেকনাফে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল মালেক (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১ টায় দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে সাতকানিয়ার উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসিন্দা মাষ্টার আবুল কাশেমের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে টেকনাফ পৌর ষবার উপরের বাজারে “মনে রেখো ” নামের কাপড়ের ব্যবসা করে আসছেন।
নিহতের পারিবারিক সদস্য মো. পারভেজ জানায়, শরীরে জ্বর অনুভব করায় গত কয়েকদিন আগে চট্টগ্রামের শেভরণ ক্লিনিকে আব্দুল মালেককে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শেভরণে রোগীর চিকিৎসার অবহেলা দেখে পরে সেখান থেকে তাকে সার্জিস্কোপ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তাঁর অবস্থা অবনতির দিকে যওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে গত ২৮ জুলাই ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি মারা যায়।

Comment here