ক্রাইমটেকনাফ

তিন মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কিশোরী শারমিন

বিশেষ প্রতিনিধি :
তিন মাস সময় পার হলেও এখনো উদ্ধার করা যায়নি কিশোরী শারমিন আক্তার (১৪)কে। গত ১৭ অক্টোবর রাত ৮ টার সময় টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়াস্থ নিজ বাড়ীর উঠান হতে শারমিনকে অপহরণ করা হয়। এ ব্যাপারে অপহৃত কিশোরীর মা লতিফা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করে। এরপর থেকে এখনো পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে পারেনি। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , ১৭ অক্টোবর সোমবার রাত ৮ টার সময় ১৪ বছরের কিশোরী শারমিন আক্তার নাইট্যং পাড়াস্থ নিজ বাড়ীর উঠানে পায়চারী করছিলো। এ সময় টেকনাফ পৌরভার মধ্যম জালিয়া পাড়ার যুবক আবু ফায়সাল নকীব’র (১৮) নেতৃত্বে আরো কয়েকজন একটি অটোরিক্সাতে করে শারমিনকে অপহরণ করে নিয়ে যায়। শারমিনের শোরচিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে আসলে অটোরিক্সাটি দ্রæতবেগে চলে যাওয়ার সময় বৈদ্যুতিক আলোতে আসামীদের কয়েকজনকে চিনতে পায়। তবে এ সময় মা লতিফা বেগম অসুস্থ্যতা জনিত কারনে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনার ৯ দিন পর ২৫ অক্টোবর টেকনাফ মডেল থানায় ভিকটিমের মা বাদী হয়ে আবু ফায়সাল নকীবকে প্রধান আসামী করে মামলা দায়ের করে।
খোজঁ নিয়ে জানা যায়, আবু ফায়সাল নকীব বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভাবে শারমিনকে উক্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি জনপ্রতিনিধিদের জানান তার পরিবার। এরপর ক্ষিপ্ত হয়ে উঠে ফায়সাল। এক পর্যায়ে অপহরনের এ ঘটনাটি ঘটায়। ঘটনার কয়েকদিন পর বুঝাপড়ার চেষ্টা করে ফায়সালের পরিবার। কিন্তু ভিকটিমের উপস্থিতি ছাড়া কোন সমজোতা মানতে নারাজ মামলার বাদী। এতে সমুহ বিপদের কথা চিন্তা করে শারমিনকে আইনী পক্রিয়ায় আদালত বা সালিশে হাজির করছে না চক্রটি এমন অভিযোগ পিতা আব্দুল মান্নানের। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ বলেন, মামলা তদন্ত চলছে, ভিকটিমকে উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

Comment here