টেকনাফ

থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মহিলাকে মারধর

teknaf-pic-18-10-2016
জামাল উদ্দিন, টেকনাফ।
থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক মহিলাকে বেধড়ক মারধর করে আহত করেছে প্রতিপক্ষ লোকজন। জানা যায়- ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় টেকনাফের হ্নীলা মন্ডল পাড়া (পশ্চিম সিকদার পাড়া) এলাকায় ঘটেছে এ ঘটনা। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়- হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় মৃত ফজল করিমের ছেলে ছৈয়দ আলম, ফরিদ আলম, মৃত মাতুর ছেলে জাহেদ হোছন, নুরুল আলমের ছেলে বাবুল ও হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার মাহাদুবের ছেলে আলী হোছন। দীর্ঘদিন ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা ও হিরোইন সেবন করে একই এলাকার প্রবাসী শামশুল আলমের স্ত্রী মরিয়ম বেগমকে নির্যাতনের উদ্দেশ্যে নানা কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। স্বামী প্রবাসে থাকায় নিরূপায় হয়ে মরিয়ম বেগম বাদী হয়ে উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে ১৮ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগ দায়েরের পর মরিয়ম বেগম সন্ধ্যার দিকে বাড়ী চলে আসে। অভিযুক্তরা থানায় অভিযোগের খবরে ক্ষিপ্ত হয়ে একে অপরের যোগসাজশে মরিয়মকে টানা হেচড়া করে বাড়ী থেকে বের করে বেধড়ক মারধর ও নির্যাতন করে শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন মরিয়ম বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরিয়ম বেগম টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন গুরুতর আহত মরিয়ম বেগম। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Comment here