টেকনাফসারাদেশ

দেখছি দেখছি বলে পাহাড় কাটার সুযোগ দিচ্ছে বনকর্মীরা : ইয়াবা গডফাদার ইসমাঈল বেপরোয়া!

সাদ্দাম হোসাইন,হ্নীলা :
হ্নীলায় বন কর্মীদের সাথে মোটাংকের গোপন লেন-দেনের মাধ্যমে বিশাল পাহাড় কেটে বিলীন করে চলেছে কাঠমিস্ত্রী থেকে পদোন্নতি পেয়ে ইয়াবা গডফাদার বনে যাওয়া ইসমাঈল। আর তাকে এই কাজে ইন্দন দিয়ে যাচ্ছে কথিত প্রভাবশালী ও সুবিধাভোগী চক্র। অভিযোগে জানা যায়,হ্নীলা পশ্চিম সিকদার পাড়াস্থ মোরা পাড়ার মোঃ জলিলের পুত্র মোঃ ইসমাঈল মিস্ত্রী লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে পাহাড় কেটে বিলীন করে বসতি স্থাপনের প্রস্তুতি এগিয়ে নিয়ে চলেছে। চুক্তি ভিত্তিক ৩০জন শ্রমিক দিয়ে বিভিন্ন সময়ে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। এই ব্যাপারে স্থানীয় বনকর্মীদের বার বার অবহিত করে সংবাদ প্রকাশ হয়ে মাটি কাটা একদিন বন্ধ থাকলেও রহস্যজনক কারণে আবারো কাটা চলছে। এসব অপরাধের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া তো দূরের কথা বরং গোপনে আঁতাত করছে বলে অভিযোগ উঠেছে। বন কর্মীদের সাথে সখ্যতা গড়ে উঠা এক দালালের মধ্যস্থতায় এসব হচ্ছে বলে স্থানীয় জনসাধারণ জানান। এই ইসমাঈল কাঠমিস্ত্রী থেকে পদোন্নতি পেয়ে স্থানীয় ইয়াবা চোরাকারবারীদের সাথে মিলে মোটাংকের টাকা আয় করে ইয়াবা গডফাদারে পরিণত হয়। আর এই কালো টাকার সুবাদে স্থানীয় কতিপয় রাজনৈতিক ব্যক্তি,প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কাজ হচ্ছে। এই ব্যাপারে হ্নীলা বনবিট কর্মকর্তার নিকট জানতে চাইলে বলেন,পাহাড় কর্তনকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন বিভাগের কথিত ভিলেজার এবং বনকর্মীদের সাথে আতাঁতের ফলে পাহাড় কাটা বন্ধ হচ্ছেনা। এই ব্যাপারে সচেতনমহল জেলা বন কর্মকর্তার কঠোর হস্তকেক্ষপ কামনা করেছেন।

Comment here