টেকনাফদৃষ্টিপাতপর্যটন

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চলছে অবকাঠামো নির্মানের হিড়িক

আবুল কালাম আজাদ, টেকনাফ:বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রনালয়ের নির্দেশ ওপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে চলছে অবকাঠামো নির্মানের হিড়িক। প্রতিদিন বোট ও ট্রলার বোঝায় করে টেকনাফ থেকে নিয়ে যাচ্ছে রড, সিমেন্ট, বালি, কংকর ও দালান নির্মাণের বিভিন্ন উপকরন। টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের একশ্রেণীর দালাল, জেলা ও উপজেলার প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজেদের বাড়ী নির্মাণ, মেরামত, টয়লেট ইত্যাদির নাম দিয়ে এসমস্ত দালান নির্মাণের উপকরন গুলো নিয়ে যাচ্ছে। দ্বীপে নিয়ে ঐ দালালেরা দ্বীপে ক্রয় করা জমির মালিকদেরকে বিক্রি করে দিচ্ছে। জমি ক্রয় করা প্রভাবশালী ব্যাক্তিবর্গ গণ এ উপকরন দিয়ে তৈরি করছে নামী-দামী, হোটেল-মোটেল ও গেস্টহাউস। প্রতিনিয়ত দ্বীপের যেখানে সেখানে অবকাঠামো নির্মাণের ফলে দ্বীপটি হুমকির মুখে পড়েছে। যেকোন মূহুর্তে ধসে যেতে পারে গোটা দ্বীপ। দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ভূমি কম্পের কবলে রয়েছে। যেকোন সময় তলিয়ে যেতে পারে সকল দ্বীপাঞ্চল। সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে দেখা যায়, দ্বীপের ভারসাম্যের চেয়ে অতিরিক্ত অবকাঠামো নির্মিত হয়েছে। এর পর ও যদি এ অবকাঠামো নির্মাণ অব্যাহত থাকেস্বল্প সময়ে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিপর্যয় ঘটলে হাজার হাজার তরজাতা প্রাণ চলে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় লোকজন জানান পরিবেশ মন্ত্রনালয় সেন্টমার্টিন দ্বীপে অবকাঠামো নির্মাণ বন্ধ ঘোষণা করলে ও তা লাল ফিতায় বন্ধি হয়ে পড়েছে। প্রভাবশালী জমি ক্রয় দাতারা অবকাঠামো নির্মাণ কাজ অব্যাহত রাখলেও কিন্তু দ্বীপের স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ী-ঘর নির্মাণ করতে পারছেনা। এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।###

Comment here