জাতীয়সারাদেশ

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২০২ জন শনাক্ত, মৃত ১৫

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১২০২ জন।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ১৪ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ১০৪১ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ১১৬৯।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২০০৬৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Comment here