আন্তর্জাতিকটেকনাফ

নাফনদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে ১৩ তম যৌথ টহল সম্পন্ন


মোহাম্মদ আয়ুব , টেকনাফ  :
নাফনদীতে বিজিবি-বিজিপি ঘন্টা ব্যাপী ১৩ তম যৌথ টহল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
৮ আগস্ট বুধবার সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মোঃ এনায়েত আলী এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ মেগিচং (গধমুরপযধঁহম) ক্যাম্পের ক্যাপ্টেন কেউ থাট ও (চড়ষরপব ঈধঢ়ঃ কুধি ঞযধঃ ঙড়) এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২ টি স্পীডবোট যোগে বিআরএম-০২ হতে বিআরএম-০৫ পর্যন্ত নাফ নদীতে এ যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।
উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানান বিজিবি ২ ব্যাটলিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার

উল্লেখ্য যে, গত ৫ মার্চ হতে এ পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি, হৃীলা বিওপি এবং হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ১৩ টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Comment here