খেলাধুলা

নিজেকেই ছাড়িয়ে গেলেন সাকিব

টেকনাফ ভিশন ডেস্ক:আবারো প্রমাণ করলেন, সাকিব আল হাসানই সবার সেরা!ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই আউট হয়ে হতাশ করেছিলেন কোটি সমর্থককে। কিন্তু বল হাতেই আবার পুষিয়ে দিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম দুই ওভারেই বাঁ-হাতি স্পিনার ফিরিয়েছেন জো রুট আর বেন ডাকেটকে।
তবে জো রুটকে ফিরিয়েই নতুন কীর্তি গড়লেন তিনি। ছাড়িয়ে গেলেন নিজেকে। ছুঁয়ে দিলেন টেস্টের ১৫০ তম উইকেটের মাইলফল। ডাকেটের উইকেট নেওয়ার পর অবশ্য তা ১৫১ তে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যার ১৫০ কিংবা তার বেশি টেস্ট উইকেট রয়েছে। টেস্ট ইতিহাসের ৯৯ তম বোলার হিসেবে সাকিব এই কীর্তি গড়লেন।
টেস্টে সাকিবের শুরুটা এই চট্টগ্রামেই। সাবেক বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম মানে বর্তমান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে উইকেটশুন্য ছিলেন। বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে সবমিলিয়ে মোট ১৪বার পাঁচ উইকেট নিয়েছেন। আর ক্যারিয়ারের ৪৩তম টেস্ট ম্যাচে শনিবারের পর চার উইকেট নেওয়া এমন টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি।
সাকিবের নিচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট রয়েছে আরেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের। ৩৩ ম্যাচে ১০০ উইকেট রয়েছে তার। তৃতীয় অবস্থানে মাশরাফি বিন মুর্তজা, ৭৮ উইকেট।

Comment here