জাতীয়

নিবন্ধন কেন্দ্রে গিয়েও ভোটার হওয়া যাবে

অনলাইন

নিবন্ধন কেন্দ্রে গিয়েও ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়া ভোটাররা নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

আজ নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য সংগ্রহের সময় ভোটারযোগ্য কোন নাগরিক যদি বাদ পড়ে থাকেন তারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও সংশ্লিষ্ট দলিলসহ নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রম ২০ আগস্ট থেকে শুরু হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত তিন ধাপে এ কার্যক্রম চলবে। ২০১৮ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের এবার ভোটার করা হচ্ছে।

 

 

Comment here