টেকনাফদৃষ্টিপাতসারাদেশ

নিরাপত্তাহীনতায় ভোগছে দাবী হ্নীলার হাজী সিদ্দিক আহাম্মদের পরিবার!

নিজস্ব সংবাদদাতা
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোনার পাড়ার সম্ভ্রান্ত সিদ্দিক হাজী পরিবারের সদস্যরা আতঙ্কে দিন রাত কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাহাদের পরিবারের বড় কর্তা জানিয়েছে, রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের অজান্তে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে থেকে আইন কানুন মেনে পৈত্রিক সম্পত্তি হতে প্রাপ্ত জায়গা জমি নিয়ে কৃষি, লবণ, মৎস্য চাষ সহ ব্যবসা বানিজ্য করে আমাদের সংসার চলে। কিন্তুু তাহাতে ঈর্ষান্বিত হয়ে আমাদের গ্রামের কিছু কুচক্রী মহল বাবার আমাল থেকে আদ্যবদি পর্যন্ত আমাদের পরিবার কে নিঃস্ব করার জন্য উঠেপরে লেগেছে। তাদের এখনও শান্তির পক্ষে বোধোদয় না হওয়া মানে অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। আর এখন আমাদের গ্রামের কিছু নতুন শত্রুদের মুখে পুরাপুরি করতে শোনা যাচ্ছে আমাদের বা পরিবারের সন্তানদের স্থানীয় কিছু সন্ত্রাসীদের যোগসাজশে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে জিম্মি করে বা অপহরণ করিয়ে টাকা আদায় বা জীবন নাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। প্রমান আছে যে গত ২০০৭সালে ও আমাদের স্বপরিবারে উপর সশস্ত্র ভাবে ঘর বাড়ি লোটপাট, নারী নির্যাতন ও আমার ভাই নুরুল বশর এর একটি পা কেটে নিয়েছে যা সমস্ত টেকনাফ বাসীসহ দেশের মানুষ জানে। উপরোক্ত বিষয়ে অবগত করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টেকনাফ মডেল থানা সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী বরাবরে লিখিত আবেদন করা হবে বলে জানিয়েছে জানিয়েছেন মৃত হাজী সিদ্দিক আহাম্মদের পরিবার। যাতে করে আমাদের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছে তা হতে পরিত্রান পাওয়ার জন্য। তাই সকল কে নুরুল বশর, দেলোয়ার হোছন ও তাহাদের পরিবারের সন্তান-সন্ততিদের প্রতি সুদৃষ্টি কামনা করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন

Comment here