এক্সক্লুসিভসংস্কৃতিসারাদেশ

“নিরাপদ দূরত্ব” আদিল মাহমুদ

“নিরাপদ দূরত্ব”

আদিল মাহমুদ

“চতুর্দশ পদি কবিতা”

প্রণয় রয়েছে যেই মনে,সেই যাবে,
ইলাহির কৃপাতেই,মহা সিংহাসনে,
সঙ্কীর্ন দরদ, মনুজকে করে শবে,
যতই বসুক না কেন, উচ্চ ভবনে,
রহমত পরমাত্মার, ভরসা দেবে।

মানব সেবা, কল্যাণ আনবে ভূবনে,
দূরত্বে করোনা”স্পর্শ নহে,অবয়বে,
সচেতনতাই শান্তি, মানব জাহানে,
শঙ্কা স্হগিত,ধনবিজ্ঞানের আজবে,
কোভিড”এর বিদায়,শুভ দিনমানে।

ভ্যাকসিন”নহে,ধৌর্যই নৃ-কে বাঁচাবে,
দূরতাই মহা ঔষধ, এই জীবনে,
আদেশ, মর্ত্যের সন্মান বয়ে আনবে,
অচলা পুলকিত হবে, শোভা রঙ্গনে।

লেখক – আদিল মাহমুদ
ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী:

Comment here