টেকনাফসারাদেশ

নুরুল আলম চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা ছাত্রলীগের প্রতিবাদ

গত ১৯ অক্টোবর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকায় প্রকাশিত ৪৬১জন শীর্ষ মানবপাচারকারীর তালিকা শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।উক্ত পত্রিকায় প্রকাশিত তালিকায় আলম চেয়ারম্যানের নাম দেখে আমরা হতবাঁক ও বিস্মিত। যা উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।এই সাজানো ষড়যন্ত্র থেকে আলম চেয়ারম্যানকে রেহাই দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা ছাত্রলীগ জোর দাবী জানাচ্ছে। কেননা তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ইয়াবা বাণিজ্য ও মানব পাচারের মতো ঘৃণ্য কাজে জড়িত ছিলনা;এখনো নেই। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,সদর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রকৃতভাবে সংগঠক হওয়ায় এখন পুরো টেকনাফ উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগ তার নেতৃত্বে সুসংহত অবস্থানে রয়েছে। তাই প্রতিপক্ষ রাজনৈতিক নেতা ও ইয়াবা গডফাদারদের মাথাব্যথার কারণ হওয়ায় কৌশলে নুরুল আলম চেয়ারম্যানকে দমানোর জন্য মানব পাচারকারীদের তালিকায় নাম অর্ন্তভূক্ত করে দেওয়া হয়েছে। উক্ত তালিকার সুত্রধরে প্রকাশিত সংবাদটি বরেণ্য এই রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগ এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছে এবং প্রকৃত ঘটনা পুনরায় যাচাই-বাচাই করে এই তালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
saiful

প্রতিবাদকারী :
সাইফুল করিম
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,
হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখা।
####

Comment here