ক্রাইমটেকনাফরোহিঙ্গা সমাচার

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্থানীয় এক যুবককে অপহরণ : অতপর উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ নয়াপাড়ায় অপহৃত স্থানীয় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ৬ মে রবিবার দুপুরে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে আসছিলো একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ। এমন অভিযোগের খবর পেয়ে অভিযান চালিয়ে শালবন সংলগ্ন এক মাঝির আস্তানা থেকে উদ্ধার করেছে শরনার্থী ক্যাম্প পুলিশ ।
জানা যায়, রবিবার বেলা ২ টার দিকে উপজেলার হ্নীলা জাদিমোরাস্থ পশ্চিম নয়াপাড়ার হোছন আহমদের পুত্র ছৈয়দ আহমদ (২২) কে রেজিষ্টার্ড রোহিঙ্গা সন্ত্রাসী নুর আলম, জকির, অজি উল্লাহ, জকির আহমদসহ আরো ৬/৭জনকে বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শাল বাগানের ডি-ব্লকের মৃত লোকমান হাকিমের পুত্র আবুল কালাম মাঝির আস্তানায় নিয়ে ব্যাপক মারধর করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। স্থানীয় লোকজন বিষয়টি নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের আইসিকে অবহিত করেন। আইসি মোঃ কবির হোসেন জনসাধারণ ও সর্ঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অপহৃত ছৈয়দ আহমদকে উদ্ধার করে মৃত লোকমান হাকিমের পুত্র আবুল কালাম মাঝি ও মোহাম্মদ হোসেনকে আটক করে । অপহৃতের পিতা এই ব্যাপারে অভিযোগ দায়ের করলে আইনী পদক্ষেপ নেওয়ার হবে বলে জানানো হলেও রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছেনা কেউ। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী এক ব্যক্তি অপহরণ করে মুক্তিপণ দাবীর কথা শুনেছেন বলে জানান ।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া,এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comment here