জাতীয়সারাদেশ

“পদ্মা সেতু” আদিল মাহমূদ

“পদ্মা সেতু”

“চতুর্দশ পদি কবিতা”।

আদিল মাহমূদ

পদ্মা নদী প্রবাহিত, সেতু দৃশ্যমান,
বঙ্গের অহংকার, স্বরিৎ প্রবাহমান,
আত্মবিশ্বাস, দেশকে দিয়েছে সন্মান,
আমরা নিঃস্বার্থ, দৃশ্যত পুরো জাহান,
ধরনী শতদলে, পেয়েছে দিনমান।

নির্ঝরিনী বহিতেছে, সর্বত্র পবন,
বিহগ উড়িতেছে, জড়াইয়া প্রসূন,
পদ্মা সেতু করিয়াছি, নিজ অর্থায়ন,
জমাট জাগিয়াছে, পুলকিত গগন,
সবাইকে দেখাইয়াছি, মুগ্ধ লোচন।

তটিনী খরস্রোতা, সেতু উদীয়মান,
আমাদের আছে সাধ্য,তাই বলীয়ান,
সাহায্য ছাড়াই, হইয়াছি ধনবান,
কীর্তি গৌরবজ্জল, আমরা যে মহান।

লেখক- ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here