টেকনাফ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন টেকনাফের ফরিদ উল্লাহ মেম্বার

 

“ইয়াবা ব্যবসায়ী ২১ জনপ্রতিনিধি, এরা কারা ?” শীর্ষক সংবাদটি গত ২৭ অক্টোবর জাতীয় অনলাইন গণমাধ্যম ‘পরিবর্তন’ সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। যা আমার দৃষ্টি আর্কষণ করেছে। উক্ত সংবাদের একাংশে ইয়াবা ব্যবসাীয় হিসেবে আমার নাম দেখে বিম্মৃত হয়েছি। কারন এ ধরনের অপকর্মের সাথে আমার দূরতম সম্পর্কও নেই। তাই আমি উক্ত সংবাদ বা তালিকায় নাম লিপিবদ্ধ করে মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ প্রসংগে আমার বক্তব্য হচ্ছে, আমি বিগত ইউপি নির্বাচনে জনগনের সমর্থনে বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নিবার্চিত হয়। আমার পিতা মৃত সোলতান আহমদ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। পৈত্রিকভাবেই আমি এবং আমার পরিবার এলাকায় প্রচুর ভূসম্পত্তির মালিক। সেই সুত্রে পানের বরজ , সুপারি বাগান, চাষবাসসহ কৃষি কাজই হচ্ছে আমার প্রকৃত পেশা। জনপ্রতিনিধি হিসেবে আমি যথাযত ভাবে দায়িত্ব পালন করায় আমার পতিপক্ষ একাট চক্র বিভিন্ন ভাবে হয়রানির কুমানসে আমাকে ষড়যন্ত্র মূলক ভাবে ইয়াবা তালিকায় নাম উঠিয়ে দিতে পারে। এ ধরনের তালিকায় আমার নাম ঢুকিয়ে বা সংবাদপত্রে আমার নাম প্রকাশ করে প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের বাচাঁনোর প্রয়াসই চালানো হয়েছে বলে আমি মনে করি। আমি র্দ্ব্যথহীন কন্ঠে বলতে চাই, এ ধরনের অপকর্মের সাথে আমি মোটেও জড়িত নই। আমি সংশ্লিষ্ট সকল সরকারী দপ্তর সহ অন্যান্য সংস্থার কাছে বিনীত আবেদন জানাতে চাই যে, তদন্ত করুন, এ ধরনের কোন সংশ্লিষ্ট পেলে আইনানুগ ব্যবস্থা নিন। না হয় অভিশপ্ত এ সব দূর্নাম থেকে মুক্তি দিন।

প্রতিবাদকারী: মোহাম্মদ ফরিদ উল্লাহ
ইউপি সদস্য,
৭ নং ওর্য়াড ,
বাহারছড়া ইউপি , টেকনাফ ।

Comment here