টেকনাফ

প্রতিবাদ

 

গত ১৩ মে ২০১৯ ইং তারিখ হতে কিছু অনলাইন মাধ্যমে “টেকনাফে এলাকা ভিত্তিক সিন্ডিকেট এখনো তৎপর” শীর্ষক সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে কল্প কাহিনী তৈরী করা হয়েছে তা শুধু মিথ্যাচারই নয়। জঘন্য পাপাচারও বটে। স্বামীর অনাকাংখিত মৃত্যুর পর ৩ সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছি। একটি ফিশিং নৌকা ছিলো স্বামীর রেখে যাওয়া সম্পদ। নাফনদীতে মাছ ধরা বন্ধ থাকায় তাও কাজে আসছে না। এমতাবস্থায় ধার কর্জ করে ছোট ছোট ৩ সন্তান নিয়ে জীবনধারন যে কত কষ্টকর তা ভূক্তভোগীরাই শুধু জানে। আর কেউ না। আমার প্রয়াত স্বামী হাছান আলী বার বার ইয়াবা পাচারকারীদের রোষানলের শিকার হতো তা কারো অজানা নই। কারণ সীমান্ত রক্ষী বিজিবি কোন মাদক বিরোধী অভিযান চালালেই অনেকে আমার স্বামীকে সোর্স মনে করে বিভিন্ন ভাবে হয়রানি করতো। বিভিন্ন মামলায় আসামী করে হয়রানি ও নির্যাতন করতো। এখন এরই ধারাবাহিকতায় আমাকে হয়রানি করা হচ্ছে। আমি উক্ত মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
ইয়াছমিন আক্তার স্বামী : মৃত হাছান আলী চৌধুরী পাড়া , টেকনাফ পৌরসভা।

Comment here