জাতীয়তথ্য-প্রযুক্তিসংস্কৃতিসারাদেশ

“ফুলের সৌন্দর্য”

“ফুলের সৌন্দর্য”
মো: আদিল মাহমুদ
প্রত্যুষে উঠিয়া দেখি, ফুল সারি সারি,
ফুলের সৌন্দর্য ভবে, বিমোহিত বাড়ি।
আত্মার মহা আনন্দ, পুষ্পের বিকাশ,
পুষ্প গন্ধ বয়ে আনে, স্বর্গের বাতাস।
সুগন্ধি লোকের প্রাণে, আনে মহাতৃপ্তি,
স্বস্তি বিনা মানুষের মধ্যে ক্ষন ব্যাপ্তি।
বাতাসে দোদুল গুল, যেন পুলকিত,
পরম আত্মার শান্তি, বয়ে আনে নিত্য।
স্রষ্টার সৌন্দর্য ফুল, করো তাকে ধন্য,
আল্লাহর অবদান, ধরা আনে পূণ্য।
পুষ্পকে যিনি সোহাগ করে তিনি রম্য,
ভালবাসা বয়ে আনে, হৃদয়ের কাম্য।
অর্থহীন অনুরাগ, যদি থাকে মনে,
ফুলের মর্যাদা নাহি রবে স্মিত প্রাণে।
“চতুর্দশ পদি কবিতা”

লেখক: ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী জেলা।

Comment here