সারাদেশ

ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

টেকনাফ ভিশন ডেস্ক:যশোরের শার্শার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রাম থেকে ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোরে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আবুল কাসেমের ছেলে ইউপি সদস্য মফিজুল ইসলাম (৫৫), ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার ন’পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (৪৫) ও শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের সফতার আলীর ছেলে মুজিবর রহমান (৩৫)।

যশোর-২৬ বিজিবি কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া বাতেনের বাড়ির পাশে বাঁশবাগানে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে। এসময় সেখানে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইউপি সদস্য মহিজুল ইসলাম, নারিকেলবাড়িয়া গ্রামের মজিবর রহমান ও ভারতীয় নাগরিক জাকির হোসেন মন্ডলকে আটক করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাগানে পুঁতে রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিল ও আটক মাদক ব্যবসায়ীদের মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Comment here