জাতীয়টেকনাফসারাদেশ

ফ্রান্সে বিশ্ব নবী (সাঃ) এর ব্যঙ্গাত্বক কার্টূন প্রকাশের নিন্দা প্রস্তাবের দাবী ও পন্য বর্জনের আহবান : ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টেকনাফে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা

শহিদ উল্লাহ:
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র করে কার্টূন প্রদর্শনের প্রতিবাদে টেকনাফের লেংগুর বিল পর্যটন বাজারে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (জুমাবার) বেলা ২টার সময় সম্মিলত ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উত্তর লম্বলী সৈয়্যদিনা মা’বিয়া ইবনে আবি সুফিযান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আবদুল হক। লেংগুর বিল মাদরাসার শিক্ষক মাওঃ হাফেজ তাহের ও সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক ইব্রাহীম রাহীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তুলাতলী মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওঃ মোঃ শফি সুফি, হাতিয়ার ঘোনার মাওঃ মোঃ তৈয়ব, মিঠাপানির ছড়া মাদরাসার শিক্ষক মাওঃ ওমর ফারুক, টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সভাপতি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার পক্ষে, দ্বীন কায়েম সংগঠনের উপজেলা সভাপিত মাওঃ হাফেজ উল্লাহ ছালাম প্রমুখ। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের ব্যনারে দলে দলে মিছিলে মিছিলে যোগদান করেছেন। সভায় বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষ বিশ্বাসী রাষ্ট্র ফ্্রান্সে সম্প্রতি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র করে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্ব নবী (সাঃ) এর অবমাননা কোন প্রকৃত মুসলমান সহ্য করতে পারে না। ফ্রান্স যে বিশ্ব নবী সঃ কে অবমান না করেছে আমার তার প্রতিবাদে তাদের সকল পন্য বর্জন করে সে দেশের প্রতি ঘৃনা প্রদর্শন করবো। বক্তারা আরো বলেন আমরা মুসলিম দেশের নাগরিক, আমাদের সরকার প্রধান মুসলিম। আগামী সাংসদ অধিবেশনে ফ্রান্স যে নবী (সঃ) এর বিরুদ্ধে ব্যঙ্গাত্বক ছবি প্রদর্শন করেছে তার নিন্দা প্রস্তাব ও ফ্্রান্সসহ সকল ইয়াহুদীদের পন্য বর্জনের আইন পাশ করার দাবী জানান। সমাবেশ শেষে পর্যটন বাজার থেকে একটা বিশালাকারের প্রতিবাদ মিছিল শুরু হয়ে টেকনাফ বাস ষ্টেশন ঝর্ণা চত্বরে এসে পথ সভা ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Comment here