এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“বর্ষাকালের জোৎস্না ভরা রাতে”

“বর্ষাকালের জোৎস্না ভরা রাতে”
মোঃ আদিল মাহমুদ

বর্ষাকালের জোৎস্না ভরা রাতে,
মেঘের গর্জনে টর্চ কাপঁছে হাতে।
বিজলী চমকাচ্ছে অভ্রের সাথে,
খেঁকশিয়াল ঘুরছে গোপন পথে।
জানের মায়া বেড়ে যাচ্ছে বজ্রপাতে,
বুকের ধরপর আটকা পড়েছে কন্ঠেতে।।

গুড়ি গুড়ি বৃষ্টি গতরে এসে পড়ছে,
অশনির আলোতে কে যেনো হাসছে!
কল্লোলিনীর স্রোত মৃদু গলায় বলছে,
ঠান্ডায় কেনো তোমার শরীর ঘামছে?
কি করে যে যাবো আজ বাড়িতে,
নেই যে কেউ আসবে আমায় নিতে।।

গাঙের তটে একলা ভেজা গায়ে,
কি যেনো এসে পড়লো আমার পায়ে।
ঝাড়া দিলে দ্রুত পালায় ধেয়ে,
এ যে শাপ স্তম্ভিত হয়ে যাই ভয়ে!
সারা অঙ্গ নড়তে থাকে শীতে,
বিপদ যেন আসছে আমায় ধরতে।।

তটিনীর জল পুলকিত চন্দ্রিমার স্নিগ্ধতায়,
কল কল ধ্বনি কানে গান বাজায়।
তারি মাঝে শাপলা ফুল ভেসে বেড়ায়,
পুষ্প আনতে পানিতে নামতে মন চায়।
এ সময় যদি যাই ওই কুসুম আনতে,
মনে হয় প্রাণ যাবে রজনীর প্রান্তে।।

গীতিকার:পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা ফেনী জেলা।

Comment here