কক্সবাজার

বিশ্ব মানবিকতা দিবসের আলোচনায় বক্তারা : রোহিঙ্গা মানবিক সহায়তায় কক্সবাজারের নারীদের অবদান উল্লেখযোগ্য

কক্সবাজার :
বিশ্ব মানবিকতা দিবসে কক্সবাজারে আয়োজিত “মানবিকতায় নারী” শির্ষক এক আলোচনায় বক্তারা বলেছেন, রোহিঙ্গা মানবিক সহায়তায় কক্সবাজারের নারীদের অবদান উল্লেখযোগ্য। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে নারীদের সংখ্যা বেশি। আর তাদের মানবিক সহায়তায় দক্ষতার সাথে কাজ করছেন কক্সবাজারের নারীরা।
১৯ আগস্ট সোমবার দুপুরে কক্সবাজার বিয়াম অডিটরিয়ামে কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনাত শহীদ পিংকি, সিসিএনএফ কো-চেয়ার ও পালস-এর নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

Comment here