এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“ব্যর্থতা” মোঃ আদিল মাহমুদ

“ব্যর্থতা”
মোঃ আদিল মাহমুদ

ভালবাসা এক এক জনের বয়সে,এক এক ভাবে নীরবে আসে,
বুঝি আর না-ই বুঝি আমার কিন্তু এসেছিল,সাত বছর বয়সে।
অনুরাগ, আবেগ আসলে যে কি,তা তখনো ভাল করে বুঝিনি!
কিন্তু পড়া-লেখার ফাঁকেফাঁকে,তাকে একবার না দেখে পারিনি।

ভাললাগার মানুষকে শুধুমাত্র দু”বছর গোপনে চোখে দেখেছি,
তারপরই চিরদিনের জন্য আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি!
বয়স ছিল মাত্র আমার নয়, তাই সাথী কোথায় গেছে জানিনা,
এ কথা যদি বাবা-মা জানতো তবে দিত অনেক বেশি যাতনা!

যদি কেউ বুঝতো, ভাবতো এসব পাগলের উচ্চ মাত্রা আচরণ,
কিন্তু আমি জানি,সেই ছিল আমার মনে প্রেমের অশ্রু নিবেদন।
বাইশ বছর হয় আমি বিয়ে করেছি,পঞ্চাশ বছর পাড় করেছি,
কিন্তু এ’টা সত্য যে, তাকে মনে মনে হাজার দিন অনেক খুঁজেছি!

বন্ধু আমার ময়মনসিংহ এর পুলিশের মেয়ে,নাম ছিল আঁখি,
হঠাৎ তার বাবা স্ট্রোক-করে মারা যাওয়ায়, চলে গেল সখি!
যবে মা-সহ কর্ম থেকে একেবারে চলে যায়,বয়স তার সাত,
আর আমার মত নয় বছরের ছেলের, ছিলো না কোনো হাত।

একই বিদ্যালয়ে পড়তাম বন্ধু আমরা, প্রতিদিন দেখা হতো,
এক’দিন না আসলে সে, আমার অবুঝ মন খুব খারাপ যেতো।
ভালোলাগা, ভালোবাসা, প্রেম, সে বুঝতো কিনা বুঝি নাই!
অথচ আমার কচি ঘ্রাণে আকুল ভালবাসা,শিশু কালে হারাই।

হুমায়ুন আহমেদ বলেছেন, প্রতিটি ভালোবাসা ও প্রেমই প্রথম,
তাইতো আমার জীবনে এসেছিল অনুরাগ, আট-দশ রকম!
প্রতিটি প্রেমে ছিল অভিশাপ, খেয়েছিলাম হরেক বার ছ্যাঁকা!
বুঝে ওঠতে কখনো পারিনি, আমি যে ছিলাম সব সময় বোকা।

বোকার স্বর্গে যারা বাস করে, তারাই শুধু বার বার প্রেমে পড়ে,
মেয়েরা একটু তাকালেই আমার মতো,দৌঁড়ে যেত নদীর পাড়ে।
ললনাদের কন্ঠ, হাসি হয় মধুর,তাইতো পাগল মন আমায় ডাকে,
আমি ছিলাম সর্বকালের শ্রেষ্ঠ বোকা,তাইতো বুঝে আজ ফাঁকে।

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Comment here