এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“ভিক্ষুক”

“ভিক্ষুক”

অন্যের উপর নির্ভর, সে-ই ভিক্ষুক,
বিধাতা করেছে সৃষ্টি, সবই অলিক,
আছে বলে মনে হয় না,কোন পুলক,
অখিলে এত ভিখারী, সবই অবাক!
ভাগ্যে লিখা ছিল তাইতো সব মৌলিক,
বহু খোড়া,বধির,মূক, নেই আলোক,
ইহকালে তারা, পারবেনা হতে পিক,
অন্নের অভাবে, ক্ষুধার্ত সংখ্যা অনেক,
প্রান থাকলেও, নাই কোন নামডাক,
কষ্টে উঠেছে, মস্তকের সব অলক,
অভাগিনীরা, হাজার হাজার স্ত্রীলোক,
ভয় নাই কিছু, হতেই হবে চালাক,
চেষ্টা করলে,তারা হতে পারে পাবক,
তৈরী হবেই ভূ-তে বাঁচার বিহিতক।

“চতুর্দশ পদি কবিতা”।

লেখক: মোঃ আদিল মাহমুদ।
পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থান,ফেনী।

Comment here