আন্তর্জাতিকরোহিঙ্গা সমাচার

মংডু’র মুসলিম প্রধান গ্রাম পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্ট কার্টার

index 470px-emblem_of_the_united_nations-svg
টেকনাফ ভিশন ডেস্ক :
টেকনাফ-মংডু ট্রানজিট যাতায়াত শুরু হয়েছে। গত (২৬ অক্টোবর) বুধবার ৯৬ জন এবং বৃহস্পতিবার ৮৩ মিয়ানমার নাগরিক টেকনাফ এসে বিকালে ফিরে যায় স্বদেশে। গত ৯ অক্টোবর রবিবার ভোরে মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরে সন্ত্রাসী হামলায় ৯ বিজিবি সদস্য নিহত ও অস্ত্র লুটের ঘটনার পর থেকে বাংলাদেশ মিয়ানমার একদিনের ট্রানজিট জাতায়াত বন্ধ হয়ে পড়েছিলো। মিয়ানমার থেকে দু’দিন ধরে টেকনাফে যাত্রী আসা যাওয়া করলেও এখনো টেকনাফ দিয়ে কেউ মিয়ানমার যায়নি বলে নিশ্চিত করেছেন টেকনাফ সদর বিওপির বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদের। তিনি আরো জানান, শুক্রবার থেকে টেকনাফ থেকে বাংলাদেশী যাত্রী মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।
এদিকে মিয়ানমারের মংডু বড়া সিকদারপাড়াসহ মুসলিম গ্রাম পরিদর্শন করছেন জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্ট কার্টার। এ সময় ইমিগ্রেশনের রাজ্য প্রধাণসহ ১নং বিজিপি কমান্ডিং অফিস (টানাসুট) এবং জাতিসংঘের শরনার্থী ও ত্রাণ বিষয়ক সংস্থার মংডু অফিস প্রধান মিস উরারাও উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকালে হেলিকপ্টার যোগে এলাকায় নিরাপত্তা পরিদর্শন করে সেনা ও বিজিপি।
এ প্রতিনিধি দল তিনদিন মংডুতে অবস্থান করবেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন এক কর্মকর্তা।

Comment here