জাতীয়

মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই উপদেষ্টা নিয়োগ!

নিজস্ব প্রতিবেদক  

নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে যেকোনো সময়। ১৪ দলের শরিক দলগুলোর প্রতিনিধি সরকারে রাখার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হলে এই সম্প্রসারণপ্রক্রিয়া সম্পন্ন হবে। তবে তার আগেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন কয়েকটি সেক্টরের খ্যাতিমান ব্যক্তিরা। সংশ্লিষ্ট সূত্রে এমন আভাস মিলেছে।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে যাঁরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন, তাঁদের বেশির ভাগই পুনর্বহাল হতে পারেন। অবশ্য যোগ হতে পারেন নতুন কয়েকজন উপদেষ্টাও। নতুন উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তর নাম আলোচনায় আছে।

বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন সাতজন। তাঁরা হলেন এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থ), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা), ইকবাল সোবহান চৌধুরী (তথ্য) এবং সজীব আহমেদ ওয়াজেদ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

Comment here