এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“মহাবিশ্বের কথা”

“মহাবিশ্বের কথা”

বিশ্বভ্রমান্ড খোদার, থাকেনা সন্দেহ,
বিংশ কোটি সহস্রাব্দ খোঁজে, নাহি দেখা।
বিকল্পিত হয়ে, পাবে না ঈশের শিখা,
বিকল তোমার চেষ্টা, বাড়বে প্রদেহ।
বিকাশিত বিশ্বপতি, জ্ঞানী বুঝে তাহা,
বিকল্প দেখা যায় না, সৃষ্টির কোথাও।
বিশ্বে একমাত্র রব, যথা তুমি যাও,
বিকিরিত সৃষ্টিকর্তা, আল্লাহর স্পৃহা।
বির্কীযমান ইলাহি, নত হও তথা,
বিধাতার রচনায়, করো আত্মদান।
বিধিমালা লেখা আছে, মান্য করা প্রথা,
বিঘাতক সাবধান, আল্লাহ মহান।
বিঘূর্ণন নাহি দেরী, বাঁচাবে না গাথা,
বিচেষ্টা জানেনা, ঈশ সর্ব শক্তিমান।

“চতুর্দশ পদি কবিতা”

লেখক:
মোঃ আদিল মাহমুদ
পরশুরাম মডেল থানা,ফেনী জেলা।

Comment here