টেকনাফসারাদেশ

মাধ্যমিক স্কুলের স্বীকৃতিদানে চশিবো প্রতিনিধি দলের লেদা জুনিয়র হাইস্কুল পরিদর্শন

সাদ্দাম হোসাইন, হ্নীলা:
মাধ্যমিক স্কুলের একাডেমিক স্বীকৃতি দানের লক্ষ্যে লেদা জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেছেন চশিবো প্রতিনিধি দল। গত ৮জুলাই দুপুর ২টায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আব্দুল মুবিন,কলেজ পরিদর্শক সুমন বড়–য়া,বিদ্যালয় উপপরিদর্শক আবুল মনসুর ভুইঁয়া, লেদার কৃতি সন্তান চট্টগ্রাম সরকারী কর্মাস কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল হোসাইনের নেতৃত্বে একটি চশিবো প্রতিনিধিদল টেকনাফের হ্নীলাস্থ লেদা নিম্মমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় উপপরিদর্শক আবুল মনসুর ভুইঁয়া সকলের উপস্থিতিতে স্বচক্ষে স্কুলের যাবতীয় কাগজপত্র পর্যালোচনা স্বাপেক্ষে সন্তুষ্ট হয়ে অত্র স্কুলে নবম-দশম শ্রেণীর পাঠদানের বিষয়ে আশ্বস্থ করেন। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়, কলেজওস্কুলের অধ্যাপক, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উল্লেখ্য লেদা জুনিয়র হাইস্কুলটি ১৯৯৯সালের ১লা ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর হতে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। বর্তমানে নবম-দশম শ্রেণীতে পাঠদানের একাডেমিক স্বীকৃতির লক্ষ্যে এই প্রতিনিধি দলের এই সফর বলে প্রধান শিক্ষক মৌলানা জামাল উদ্দিন জানান। এই স্বীকৃতি অর্জিত হলে অত্র এলাকার দরিদ্র-অসহায় মানুষের ছেলে-মেয়েদের শিক্ষা লাভের দ্বার উম্মুক্ত হবে বলে মনে করেন সচেতন মহল।

Comment here