এক্সক্লুসিভজাতীয়সংস্কৃতিসারাদেশ

মোঃ আদিলমাহমুদ এর কবিতা: লুকিয়ে প্রেম

“লুকিয়ে প্রেম”

মোঃ আদিল মাহমুদ

জানালা দিয়ে, দেখতে ছিলাম,এক কন্যাকে,
হঠাৎ, নীল আঁখির দৃষ্টি পড়ে, আমার দিকে!
ভয় পেয়ে, চোখ ফিরিয়ে নিলাম, অন্যদিকে,
পরোক্ষনে, আবার তাকাই,দেখি ঝাঁড়ু ফাঁকে!
বুঝতে, আর রহিল না বাকি, বিপদ কাছে!
ফলে, গবাক্ষ বন্ধ করি, লোক লজ্জার ভয়ে,
অস্থির মন আমার, ভাবলাম, ঠিক আছে।
অল্পের মধ্যে, মেয়ের মা, আসে বিচার নিয়ে!
ভাবি মনে, একটু চাওয়াতে, এই অবস্থা!
যদি আমি করতাম, ভুল করে, অন্য কিছু,
তবে, বিপদ হওয়াটা ছিল, আমার পিছু,
সুতরাং, সাবধান হলাম, নেই কোন আস্থা।
ঘরের ছেলে আমি, খিড়কি বন্ধ, নাহি যায়,
ফলে, সুযোগ বুঝে খুললাম, অন্য কথায়।
ঠিক করলাম, সৃষ্টি করতে, লাগবে মায়া,
অবশ্য ছায়া, একদিন হবে, আমার জায়া।

“ষোড়শ পদি কবিতা”

লেখক ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা,ফেনী জেলা।

Comment here