জাতীয়দৃষ্টিপাতসংস্কৃতিসারাদেশ

মোঃ আদিল মাহমুদ এর লিখা “আমার বন্ধু আখি”

“আমার বন্ধু আখি”

মো: আদিল মাহমুদ
ছোট বেলার নায়িকা, তোমায় ভুলিনি,
তুমি যে ছিলে, আমার নয়নের মণি।
তাই আজও অন্তরে, আদরের আঁখি,
ছোট্ট প্রাণে ভালবাসা, নিত্য মোর সখি।
তুমি মোর মন প্রাণ, জানিনা কোথায়!
যেথা থাক তুমি,খোঁজে আনব হেথায়।
মাল্য দেয়া হয় নাই ঠিক, দিন যায়,
কতক বৎসর, করি তালাশ তোমায়।
তোমাদের স্মৃতি, মনে থাকে সর্বক্ষণ,
ভুলার নওতো তুমি, দিয়েছ আমায়।
মনের হৃদয়ে, শুধু তুমি সারাক্ষণ,
তুমি ট্রাকে ছিলে, আমি নিয়েছি বিদায়!
অনেক বছর, করি তোমায় স্মরণ,
যতোদিন বেঁচে থাকি, নিব ভবে দায়।
“চতুর্দশ পদি কবিতা”

লেখক: ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী জেলা।

Comment here