টেকনাফ

রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন, বিজয় র‌্যালী, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। জানা যায়, ১৬ ডিসেম্বর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক এবং ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রঙ্গিখালী মাদ্রাসা ক্যাম্পাস ও ষ্টেশন সড়ক প্রদক্ষিণ করেন। এর পর খেলাধুলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাষ্টার শাকের আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন টিপু। শিক্ষক নুরুল আলম আজাদের পরিচালনায় উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য মো: ইদ্রীছ, মাইন উদ্দিন, হাসান আলী পিন্টু। অনুষ্টান শেষে বাঙ্গালী জাতির বিজয়ে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, টেকনাফে প্রাথমিক বিদ্যালয় সমূহে ২০১৭সনের বার্ষিক পরীক্ষা চলছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৭ডিসেম্বর রঙ্গিখালী স্কুলে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্টিত হবে। বার্ষিক পরীক্ষার কারণে ক্রীড়া অনুষ্টান এবং আলোচনা সভা সকালেই শেষ করা হয়েছে। তবে স্কুলটিতে বিজয় দিবসের অন্যান্য কর্মসূচী যথাযথভাবে পালিত হচ্ছে।#

Comment here