আন্তর্জাতিকজাতীয়সারাদেশ

রোহিঙ্গাদের রাখার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই : পররাষ্ট্রমন্ত্রী

নিজেদের সমুদ্রসীমায় ঢুকে পড়া একটি নৌকা থেকে ৩০০ রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর তাদের ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া।

এর প্রেক্ষিতে বাংলাদেশ বলছে, ‘রোহিঙ্গাদের রাখার কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নেই।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়, এ কারণে আমাদের বাধ্যবাধকতা নেই। তারা যেখানে আছে, সেখানকার সরকার যা ইচ্ছা করুক।’

মঙ্গলবার (৯ জুন) ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গাদের দায়-দায়িত্ব অন্য দেশকেও নেয়ার পরামর্শ দিয়ে ড. মোমেন বলেন, ‘আমরা আগে থেকে বলে আসছি, যারা রোহিঙ্গাদের বিষয়ে ভাবেন এবং তাদের ভালো রাখতে চান, তারা এদের নিতে পারেন। যারা সেসব দেশে গিয়ে ওই দেশের সদস্য হিসেবে অবদান রাখতে পারে।’

এদিকে আটক রোহিঙ্গাদের নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানোর কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, ‘চলতি সপ্তাহে আমাদের জলসীমায় আটক ৩০০ রোহিঙ্গাকে ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাবে মালয়েশিয়া। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে সংখ্যালঘু লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।’

আটক রোহিঙ্গারা কক্সবাজার শরণার্থী শিবির থেকে পালিয়েছেন বলেও দেশটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
জাগো নিউজ২৪”

Comment here